Saturday, 14 December 2019

এবারে সিটিং- সিটঙে

আজ আমরা,  আমি, সুজিত আর আমাদের সবার দাদা সুব্রতদা চলেছি সিটং এর পথে। আমাদের লীডার ননী  দলবল সমেত গত কালই রওনা দিয়েছে দার্জিলিং মেলে। ট্রেনে আমাদের জায়গা মেলেনি, তাই এই বায়ুমার্গে সফর। আমার আবার ট্রেনই পছন্দ বেশী। জানলার ধারে বসে ভোরের কুয়াশা মাখা সবুজে সবুজ এই বাংলার ভারী মোহময়ী রুপ। মনে হয় নেমেই পড়ি কোন এক অজানা স্টেশনে, আর জীবনের বাকী দিনগুলো কেটে যাক এই মায়াবী লোকেই কোন এক রসকলি বোষ্টুমীর সাথে অচেনা একতারার সুরে। 😁

তবে ট্রেন নয় চলেছি এয়ার এশিয়ায় । এখানে সেই অবসর নেই। তবে কল্পনার ফানুস কি এখানেও ওড়ানো যায় না? বেশ যায়। চলুন তবে যাই এন্ড্রোমিডা নীহারিকা। সেখানে কোন রাজকুমারী হয়ত যুগ যুগান্ত ধরে অপেক্ষায় আছে আমারই জন্যে। অনেকদিন আগে এক সাইন্স ফিকশন পড়েছিলুম, আমার ছোটবেলায়।  তাতে এইরকমই এক ঘটনা ছিল। পৃথিবীর এক কোনে, কোন এক বেচারি এইরকম প্রেমে পড়েছিল  এক রাজকন্যের যে কিনা থাকে কয়েক কোটি আলোকবর্ষ দুরে।আমারও সেইরকম বদভ্যাস । এইরকম স্বপ্নে স্বপ্নে ঘোরা। কোনটা সত্যি,কোনটা স্বপ্ন সে হিসেব কি রাখা যায়? কেমন সব মিলেমিশে যায়। স্বপ্নও যে বড্ড বেশি সত্যি আমার জীবনে। এইজন্যেই হয়ত আমি এখনো বড়ই হইনি। সবাইকেই যে বড় হতেই হবে এমন দিব্যি কে কবে দিয়েছে? আমি না হয় বালক হয়েই রইলাম। আমাদের গুরু রবিশঙ্করও তাই বলেছেন, বালক বন যাও। বেকসুর খালাস। কেউ আটকাবে না, জীবন চলবে তরতর করে।।  এতে কিন্তু ভারী মজা। কোন কিছুই আটকাতে পারবে না। চাপমুক্ত জীবন বস। কোপারনিকাসের একটা কবিতা আজো মনে পড়ে "আকাশ মাপি আমি, ছায়ার পথে পথে, মন চলে যায় আকাশ পথে, আমি পৃথিবীতে। "
এবার কিন্তু আকাশ থেকে নেমে পড়ার সময় হয়েছে। নীচে আমাদের দলবল দাঁড়িয়ে আছে। এবার চলব দলবেঁধে সিটং এর দিকে। সীটং এ বেজায় শীত। -৭ ডিগ্রি।  তাই অনিচ্ছা স্বত্বেও অনেক ধরাচুড়া গায়ে চাপিয়েছি। তবে মনে হয়না সেরকম কোন অসুবিধে হবে। এর আগেও কল্পায় গিয়েছি -৫ ডিগ্রিতে। বুঝিনি কিছু।

সিটং কিন্তু ভারী সুন্দর। 
 কমলালেবুর বাগান, কাঞ্চনজঙ্ঘা,দিগন্তে জোড়া বিশাল উপত্যকা,শীতল বায়ু আর মুক্তপ্রাণ আমরা। সুর আর সুরায় সে লোকও যে দুরের নীহারিকার থেকে কম মনোহারি হবে না সে  আশ্বাস আপনাদের এখনই দিতে পারি। সঙ্গীরা তাড়া দিচ্ছে।আজ  থাক এই পর্যন্তই। পরে ফিরব আবার সব খবর,বেখবর  আর এই কদিনের সব বজ্জাতির আদ্যোপান্ত নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আর ঠান্ডা থেকে বাঁচতে বেশী বেশী করে কমলালেবু খান।

No comments:

Post a Comment