লাভা থেকে সুন্দর সুন্দর তিনটে কফি মগ নিয়ে এসেছি। দুটো আমার দুই নাতি নাতনির। আর একটা আমার৷ নাতি নাতনি পছন্দ করে লাল আর নীল রঙের দুটো নিয়ে নিয়েছে। আর এই হলুদ মাগ টা আমার। সকালের চা টা আমি বেশ আয়েশ করে খাই। ঘুমের পরে বেশ বিশ্রামের মতন। আগেকার জমিদার বাবুদের মতন। তামুকে গুড়ুক গুড়ুক আওয়াজ তুলে অধো নিমীলিত চোখে। আর হবে নাই বা কেন। আমাদের দাদু ঠাকুর্দারাও একসময় জমিদারই তো ছিলেন, ঢুলিপাহাড়ী আর কাঞ্চনতলার । সে যাকগে, সেসব গেছে চুকেবুকে। তবে স্বভাবটা রয়ে গেছে মৌজ করে চা খাওয়ার। এক মাগ ভর্তি সবুজ সবুজ চা৷ আর সঙ্গে অবশ্যই জিলিপি। জিলিপির কোন বিকল্প হয় নাকি? জিলিপির বিকল্প উন্নততর জিলিপি। আজ যেমন খাচ্ছি। প্যাঁচে প্যাঁচে রস। হচ্ছিল কফি মাগের কথা। জিলিপি এসে দিকভ্রষ্ট করে দিয়ে গেল।
মাগটা তো দেখলেন। সুন্দর না। মাত্র ২৫০ টাকা দাম। ঢাকনিতে সুন্দর আয়না লাগানো। ইচ্ছে করলে চা খেতে খেতে নিজের মুখও দেখে নিতে পারেন। আমিও চেষ্টা করেছিলুম দেখতে। কিন্তু যতবারই দেখি, এক বুড়ো শেয়ালের মুখ ভেসে ওঠে। ছি ছি অশোক রায়, তোমার এতো অধঃপতন? সত্যিই তো বাঘ যখন হতে পারিনি, শেয়াল ছাড়া আর কিই বা হতে পারি? আপনারা একটু কনফার্ম করবেন তো, আমাকে কি সত্যি সত্যিই শেয়াল শেয়াল দেখতে?

No comments:
Post a Comment