Tuesday, 13 August 2019

পুনরদর্শনায় চ
 পুরুলিয়া

আজ  ছদশকেরও পরে পুরুলিয়ার মাটিতে পা দিলাম।
আমার খুব ছোটবেলার স্মৃতিতে পুরুলিয়া একটা বেশ উজ্জ্বল জায়গা নিয়ে আছে। ফেসবুকের পাতায় সেই স্মৃতিচারণও করেছি আগে। আবার লিখতে গেলে তা নিছকই হবে পুনোরক্তি । তবে লিখতেই যখন বসেছি কিছু কথা তো এসে যাবেই । আর এ যে নেহাৎই আমার শিশুকালেরই কথা। পুরুলিয়ায় নীলকুঠিডাঙায়, হুচুকপাড়ায়  এই দুজায়গাতেই ছিল আমাদের বাসাবাড়ি।  যেখানে আমাদের বাসাবাড়ির বাগান থেকে অযোধ্যা পাহাড়ের দেখা মিলত। আর ছিল ছোটবেলার বন্ধু কাশীনাথ ভকত আর কৃষ্ণপ্রসাদ ভকত।  কৃষ্ণপ্রসাদ পরে এমএলএ হয়েছিল বলে শুনেছিলাম।  দিনের অনেকটা সময়ই ওদের বাগানের গাছে গাছেই কেটে যেত। আর আমার প্রথম স্কুল 'শিশুশিক্ষা'। প্রথম আবৃত্তি  ' এই দেখ নোটবুক, পেন্সিল এইহাতে'! তখন নেহাৎই শিশু ছিলাম তো। পরে অবশ্য জেলা স্কুলে আসি। সাহেব বাঁধ,  সাহেব বাঁধের লাল নীল মাছ, ভিক্টোরিয়া স্কুলের মাঠে ফুটবল পেটানো, প্রথম ছৌ নাচ দেখা। আড্ডা স্যার, দাদার জেকে কলেজ, দিদিদের শান্তিময়ী গার্লস স্কুল মায় সেখানকার হেড দিদিমণির চেহারাটাও জ্বলজ্বল করছে মনের মধ্যে। শুধু সেদিনের সেই বাচ্চা ছেলেটাই আর নেই। তাই পুরুলিয়া যাবার ইচ্ছে, ইচ্ছে হয়ে ছিল মনের মাঝারে।  আর সেই খোঁজে সঙ্গী এবার ননী। আজ প্রায় ছ দশকের পরে চলেছি পুরুলিয়ার পথে দেখি খোঁজ পায় কিনা  স্মৃতির অতলে লুকিয়ে থাকা সেই পুরুলিয়ার। দেখি আগামী কদিন কিসের দেখা মেলে। তবে গন্তব্য এবার অযোধ্যা পাহাড়। যার সাথে আমার দুরের বন্ধুত্ব। দেখি দুরের বন্ধুকে সে চিনতে পারে কি না?

No comments:

Post a Comment