Wednesday, 12 June 2019

শাহাজাহান কে তো সবাই চেনেন। সারা জাহানের মালিক।  তার শান সৌকত আন,বান,তান সব ছিল লা জবাব। কে না তাকে চেনে? বৈভব আর বিলাসিতার চুড়ান্ত।  তাজমহল, কোহিনূর হীরে, ময়ুর সিংহাসন অফুরন্ত ধনদৌলত আর, নুরজাহান ।  অজস্র হুরী পরীর রুপের ছটায় বেহস্ত নেমে এসেছিল দিল্লি দরবারে। 

আজ কিন্তু অন্য শাজাহানের কথা। সে কেষ্টবিষ্টু কেউ নয়। নিতান্তই এক ছুতোর মিস্ত্রি।  তাও যে খুব কম্মের তাও নয়। একদম রোজগার নেই। গরীব গুবরো ভারী  এক অভাজন। গত দুই ইদেই বাড়ী যেতে পারেনি স্রেফ পয়সা নেই বলেই। আমি বলি, কে তোর নাম দিয়েছিল শাজাহান, তুই তো তার কমিক চরিত্রও হসনি। এর চে বরং নাম পালটে নে দুঃখীরাম বা অন্যকিছু, তাতে যদি তোর ভাগ্য পালটায়। তো তাতেও মেলা ঝামেলা। একে রামনাম তাই নেই সম্রাটের হাতে ফুটোকড়িও। আমি অবশ্য মাঝেমধ্যে  দিই কিছু, কিন্তু তাতে কি গরীবের ক্ষিধে মেটে। মেটে না। আজকের শাহজাহান  তাই দুঃখীরামই থেকে যায়।

No comments:

Post a Comment