Wednesday, 12 June 2019

একদিন একটা আম খেলেই যে আমার সুগার লেভেল, চড়চড়িয়ে উঠবে এমন অবুঝ তিনি মোটেই নন। তাহলে আর ৩৬৫ দিন মর্নিং ওয়াক আর বিষ্টু ঘোষের আখড়ায় যোগাসনের একনিষ্ঠ সাধনা করে কোন ইষ্টলাভ হল। এর সাথে নিয়মনিষ্ঠ জীবন, পরিমিত আহার, চিকিৎসকের নিয়মিত পরামর্শে আমি যথেষ্ট পরিমানে ইমিউনড। সামান্য এক  চিলতে আমের কি এমন শক্তি যে আমাকে কক্ষচ্যুত করে। এখন আসল কথা এই যে কাল একটা নিটোল ও পরিপুষ্ট হিমসাগর আম আমার রসনার যথেষ্ট সন্তোষ বিধান করেছেন। এর জন্য আমি মোটেই লজ্জিত বা অনুতপ্ত নই। তাকে আমি গ্রহণ করেছি যথাযথ যৌতুকের মাধ্যমে। অর্থাৎ আমি সমপরিমাণ ক্যালরি যুক্ত খাবার বর্জন করেছি। এবং এটা এক্কেবারে প্রতিক্রিয়া হীন। এর সাক্ষী আমার গ্লুকোমিটার। আমার আজকের সুগারলেভেল সম্পুর্ন নিরাপদ। নিজেকেই নিজের অভিনন্দন দিতে হচ্ছে। তবে আজকের এই স্থলন আজকের জন্যই।  রোজকার নয়। রোজ রোজ নেপোয় মারবে দই। তা কি ঘটে। তাহলে,সংযম কথাটাই অভিধান থেকে উঠে যেত।

No comments:

Post a Comment