Tuesday, 25 June 2019

নিপাতনে সিদ্ধ

সেদিন হঠাৎই এক বন্ধুর কাছে শুনলাম ' নিপাতনে সিদ্ধ' কথাটি। কথাটা শোনা শোনা লাগল। যদ্দুর মনে পরে, ছোটবেলায় ব্যাকরনের কেলাসে শোনা। তবে আমার আবার ব্যকরণে কোন উৎসাহই ছিলনা কোনদিন।  তাই বাংলা ব্যাকরণের পুরো পিরিয়ডই হাই তুলে আর জানলার বাইরে দিয়ে চলমান জীবন দেখতেই বেশী ভাল লাগত। তাতে আমার ক্ষতি কি কিছুই হয়নি? হয়ত তবে তার রেশ তো রয়ে গেছে। আজও নিয়ম মানার থেকে নিয়ম ভাঙ্গাতেই আমার  উৎসাহটাই বেশী,জীবনের এই ভর সনঝে বেলাতেও। মাঝে মধ্যে দেখি এই ফেসবুকের পাতাতেই লাইক মাইন্ডেড বন্ধুত্তের সগর্ব ঘোষণা।  এরকম সত্যিই কি হয়? কি জানি?  অনেক কিছুই তো জানিনা। যেমন জানিনা নিপতনে সিদ্ধর ব্যাপারটাও।  আমাদের অবশ্য একটা বন্ধুদের গ্রুপ আছে, তবে সেটা একেবারেই লাইক মাইন্ডেড নয়। পুরোপুরি হেট্রোজেনাস বডি। আমাদের সব কিছুই আনলাইক। তাই মাঝে মাঝেই তুলকালাম বেধে যায়। তিল কে তাল বানিয়ে ঘন্টার পর ঘন্টা গদাযুদ্ধ চলে। অবশ্য আমনে সামনে নয়্। ওই হোয়াইটস আপের পাতায়। তাতে অবশ্য কোন দুর্যোধনের উরুভঙ্গ হয় না। ঘন্টাদুয়েক এই যুদ্ধ যুদ্ধ খেলা চলে, ধুলো ঝেড়ে উঠে পরে হাত মিলিয়ে নি। আসলে আমরা কেউই উঠতেই চাই না, ডুবতেও চাই না। পুরোটাই উইন উইন সিচুয়েশন। জিতলেও সবাই মিলে তার সাতরং নিয়েই। আমার তো মনে হয় এটা একটা নিপাতনে সিদ্ধর মতই মহৎ কিছু।

সে সব যাকগে। আসলে জানতে হবে, নিপাতনে সিদ্ধ ব্যাপারটা কি। একটু খোঁজখবর তাহলে নি? অবশ্য মেঘের আড়ালে ইন্দ্রজিৎ বসে আছে৷ আমার এই প্রলাপ ওর চোখে পড়লেই, ঝাঁকঝাঁক তীর নিক্ষেপ করবে। আমার নিপাতনে সিদ্ধি হবে না মোটেই। তাই যা বলবার তা ঝটপট আর চুপিচুপি বলে নেওয়াই শ্রেয়। তবে আমার গুগল জ্ঞান কি বলে শুনুন, স্বরবর্নের অসম সন্ধি মাত্রই নিপাতনে সিদ্ধ। সেটা ব্যঞ্জনবর্ণও হতে পারে। কিন্তু স্বর আর ব্যঞ্জনের সন্ধি কি হয়? সেটা আমার জানা নেই। আপনারা কেউ জেনে থাকলে এট্টু জানিয়ে দেবেন৷ এটা নাকি মতের অমতে বিয়ের মত।  ভাবা যায় কি সাংঘাতিক কান্ড। এখানে কেউ আছেন, যার মতের অমতে বিয়ে। বা বিয়ের কিছুদিন পরেই প্যান্ডোরার বক্স খুলে ভয়াবহ সত্য উপলব্ধি।  কেই কি আছেন? সাড়া নেই।  মনে হচ্ছে সবাই ছোড়দি ভাইয়ের প্রেসক্রিপশন মেনে ৯৯.৯৯৯৯৯ শতাংশই সৎ চরিত্রের মানুষজন। হাজার প্ররোচনাতেই মুখ খুলবেন না। তবে আপনার কিন্তু সিদ্ধ হবার বেশ সুযোগ ছিল। সে নিপাতনে হলেও। সিদ্ধিলাভ তো মনুষ্য জীবনের চরম প্রাপ্তি। তবে আবার কিছু কিছু জিনিস যা সিদ্ধ হলেও নরম হয়না। কথামৃতে পড়েছিলুম, বিদ্যাসাগর মহাশয় আর রামকৃষ্ণদেবের কথোপকথনে যে কলাই ডাল বেটে সেদ্ধ করলে নাকি নরম না হয়ে শক্ত হয়েই থাকে। তো না হয় শক্ত হয়েই সেদ্ধ হন, ইচ্ছাময়ীর নির্দেশ মেনেই চলুন। আমার কিছুই করার নেই। It's your choice Beta.😁

No comments:

Post a Comment