Friday, 5 June 2020




লেখাটা গতবছরের কিন্তু ইচ্ছেটার কোন পরিবর্তনই হয়নি। আজও অড্রে তেমনই মোহময়ী আমার কাছেঃ
ইচ্ছে ঠাকরুনের সাথে যদি একটিবার দেখা হয় তাহলে আপনারা কে কি ধনদৌলত চাইবেন, তা জানি নে। তবে সব ধন সম্পদ এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে আমি চাইব একটি সন্ধ্যে, আর একটি রাত , চাইব গ্রেগরি পেকের মত এক সুঠাম সুদর্শন পুরুষ হতে, একটি ইটালিয়ান ভেস্পা আর পেছনে অবশ্যই অড্রে হেপবার্ন ছাড়া আর কেউ নয়। ভেসে চলব, পুরনো দিনের রোম, কলোসিয়ামের পটভুমিকায় এক অনন্ত যৌবনভরা জীবনের মূহুর্তে, মুহুর্তে। যার প্রতি পলে অনন্তের প্রতিশ্রুতি।
একি, খুব বেশী চাওয়া?



Jayasree Roychowdhury, Sujit Kumar Basu and 55 others

26 comments


Like
Comment
Share

No comments:

Post a Comment