আজ প্রায় দেড়মাস গৃহবন্দী। মর্নিং ওয়াক নেই, আখড়া বন্ধ। বনমালীর মুচমুচে রসবতী জিলিপি নেই, যমুনার মজাদার সিঙ্গারা নেই।রামকৃষ্ণের ক্ষীরের চপ নেই, নেই বালুসাই আর ঘোষের বেনারসি রাবড়ি। জীবন বিলকুল পানসে। এ সব আমি হয়ত কালে কস্মিনে খাই। তবু্ও এদের অনুপস্থিতিতে আজ ভারী মন খারাপ আমার।
মনখারাপের বড় কারন অবশ্যই বেড়াতে যেতে না পারা। কালকেই আমাদের সিকিম যাওয়ার কথা। গুরুদংমার লেকে। পরপর সব ট্যুর আছে। কোনটাই হবে না। ভারী সংকট কাল। তবে সংকট যেমন আসে তেমন চলেও যাই। যাবে নিশ্চয়ই,হয়ত এখনই যাবে না। সেটা মেনেই নিয়েছি। তাই নিজেকে রিপ্রোগামড করে নিয়েছি। আমি যোগেই আছি। আমার বিশ্বাস অখন্ড যোগেই। দুবেলাই যোগের খেলা চলছে। এই করেই কিন্তু বেশ আছি। সুগার প্রেসার দুটোকেই কড়া শাসনে রেখেছি। বাড়াবাড়ি করতে দিইনি মোটেই। কারণ বিয়োগে আমার ভারী ভয়। আমার কেন? সবার সবার। এই ধুকপুক করা প্রাণটা বাঁচাবার কি প্রাণান্তকর প্রয়াস সবার। হাসিও পায় মাঝে মাঝে। সব বেঁচে থাকাই কি সুখের? হয়ত নয়। কিন্তু কেই বা চায় হারিয়ে যেতে? ওই যে শক্তির একটা পদ্য আছে না? " যেতে পারি কিন্তু কেন যাব? যাব কিন্তু, এখনি যাব না"। হ্যাঁ, আমি আপনি সবাই এখন কেউ যাবনা।
কে কি করবেন সব প্রায়োরিটি লিস্ট বানিয়ে ফেলুন। আমি বানিয়ে ফেলেছি অলরেডি। আমার সব প্রোএক্টিভ কাজ। আগে তো দার্জিলিং চা দিয়ে জিলিপি খাব। তারপর ক্রমে ক্রমে সব হবে। ব্যাগ রেডিই আছে৷ সবুজ সিগনাল দিলেই চেপে পড়ব পুঁ..উ ঝিক ঝিক। জীবনের রেলগাড়ী আবার চলতে থাকবে। আপনারাও রেডি হয়ে থাকুন।




No comments:
Post a Comment