আজ বিশ্বপরিবেশ দিবস
ফেসবুকের পাতা উল্টে দেখলুম প্রতিবারই এই দিনে দুচার লাইন লিখি। তাতে সুভাষ সরোবরের ছবি থাকে,গাছপালা, বাগান ম্যায় ফেরার পথে কাদাপাড়ার বাজার থেকে ঝালের জন্যে বাটা মাছ কিনলুম না হুগলির হিমসাগর কিনলুম তারও সচিত্র বিবরণ থাকে।
এবার সেইসব কিছুই হয়নি। করোনা নামের এক বর্গীর অত্যাচারে দেশ ছাড়া না হলেও গৃহবন্দী। চার দেয়ালের মধ্যে কতক্ষণই বা ভালো লাগে। কখনো শোবার ঘরে,কখনো বসার ঘরে আধশোয়া হয়ে সোফায়। টিভি দেখতেও ভালো লাগে না। বই সব কয়েক পাতা করে পড়েই পেজ মার্ক দিয়ে উল্টে রেখেছি।
শেষমেষ ছুটকিকে নিয়ে ছাদে উঠে এলুম। অল্প হলেও হলো পরিবেশের সাথে কিছু ছোটি সি বাৎ। ফুরফুরে হাওয়ায়, কিছুক্ষণ হাঁটাহাঁটি আর কিছু হাত পা ছুড়ে মন শান্ত হলো অবশেষে।
যারা ভাবছেন, এবার আর বাজার হলো না। তা কিন্তু নয়। অনলাইনে জলঙ্গীতে ফরমায়েশ দিয়ে রেখেছি, সুন্দরবনের কচি কালো পাঁঠার মাংস আর ক্যানিঙের দেশী কই। সেসব কালই এসে পড়বে। কইয়ের তেল কই হবে না কচি পাঁঠার নিরামিষ ঝোল হবে, তাও সময়ে জানিয়ে দেব। তবে কচি পাঁঠার কথায় ভারী কষ্ট হলো মনে। এবার তো এক অবলা প্রাণের অকাল মৃত্যুর জন্যে আমি পরোক্ষে হলেও তো কিছুটা দায়ী। ভারী অপরাধী লাগলো নিজেকে।













No comments:
Post a Comment