Thursday, 9 February 2023

চায়ে পে চর্চা

 এইরকম কোন কথা ছিল না। হওয়ার কথা ছিল একটা চায়ে পে চর্চার, চা....ই যখন নিশ্চয় কোন চাখানা। বিষয়, আমার আজ সকালের tweet: Friendship is a sweet responsibility never an opportunity. তো এ ব্যাপারে বিশদ আলোচনা। কিন্তু বন্ধু, বলরামের প্রস্তাবনায় সে আলোচনার স্থান নির্দিষ্ট হল, Calcutta Rowing Club.আমরা কজন সেখানে যেতে পেরেছিলাম অনেকেই কলকাতার বাইরে। তো চা নয় কফি এল, সঙ্গে উৎকৃষ্ট বালুডাকিনী ইত্যাদি।  আলোচনার বিষয় ছিল বন্ধুত্ত, কিন্তু কফি বন্ধুত্ত আলোচনার বিশেষ সহায়ক নয় বলেই আলোচনা ঠিক দানা বাঁধছিল না।ইতিমধ্যে, রবিন্দর এসে গেছে। পাঞ্জাবী রক্ত,ওর মধ্যে একটা 'বাল্লে বাল্লে' ব্যাপার আছে যার একটা জোশ আছে যা গতি এনে দেয় সব ব্যাপারেই। জোশ শুনে আবার রোগনজোশ ভেবে বসবেন না,কারন সে রাজনীতিই বলুন বা সমাজ, আমরা সবাই সারবদ্ধভাবে পাঠার ভক্ত আর তাদের অনুসারী। সে যাইহোক, ইতিমধ্যেই সন্ধ্যা নামিছে মন্দমন্থরে,তার সঙ্গে বসন্তের শীতল সুপবন, আমাদের মধ্যে এক রোমান্টিক পরিবেশের সৃষ্টি করেছিল যা থেকে মনে এল চা নয়,কফি নয় বন্ধুত্তের আলোচনায় উপযুক্ত পাণীয় হতে পারে শিরাজি আর হয় ওমর খৈয়াম নয় আমাদের মীর্জা গালিব। তো এল শিরাজি, রুপোর পাত্রে নয়, তবে কাট গ্লাসে তরল সোনার বেশে।  আর সে আলোচনা যে কত বন্ধুত্তপুর্ন হয়েছিল,তা আপনাদের না বললেও চলবে। আমাদের অনুপস্তিত বন্ধুরাও ছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমাদের শের সায়েরীর উত্তরে তারা কাঁচা বাংলায় আমাদের আদ্যশ্রাদ্ধ করলেন। আপনারা বাংলা যখন জানেন,কাঁচা বাংলার সাথে আপনাদের পরিচয় বিলক্ষণ আছে,সে আশা করতেই পারি। অতএব তার বদলে শুনুন কিছু উমদা শের। বিষয় অবশ্যয় বন্ধুত্ত। যা হয়ত আপনাদের চলার দিশা দেখাবে। 😁😁😁 বিধিবদ্ধ সতর্কীকরণ : অতিরিক্ত মদ্যপান স্বাস্থ্য এর পক্ষে হানিকারক।


"Drink wine. This is life eternal. This is all that life will give you.It is the season for roses, wine and drunken friends. Be happy for this moment. And this moment is your life." Omar Khayyam.

No comments:

Post a Comment