Thursday, 6 March 2025
চার ইয়ারী
এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না, তিন বাঁও মেলে না.... শেষে কত বাঁও মেলেনি, তা আমরা কেউই জানি না। মনে আছে রবি ঠাকুরের এই গল্পের কথা? ফটিক শেষ বাঁওয়ের আর খবর জানতে পারে নি। কিন্তু আমরা? আমরা মানে আমরা চারজন, মানে আমি, শিশির, নির্মাল্য আর জয়, এসবিআইয়ের এই চারজন যত অতলেই নামি না কেন, ঠিক ভেসে উঠেছি। ফটিকের মত, অতলে তলিয়ে যায়নি। আজকের এই ত্রৈমাসিক সম্মেলনের হোস্ট ছিল, জয়। ভেনু সেই একই শিশিরের ঝিলপারের ভদ্রাসন। একটাই যোগসুত্র আমাদের সেই আদি আর অকৃত্তিম SBI. আর স্টেট ব্যাঙ্ক মানে কে না জানে It stands for excellence. আজকের এই মিট ছিলো ভারি বুদ্ধি বৃত্তিক। হরেক বিষয়ের আলোচনা আর মতবিরোধ।সেটাই স্বাভাবিক। আর এটা আমাদের আলোচনায় কোন বিরোধ ঘটায় না। চলতেই থাকে। যুক্তি, পাল্টাযুক্তি আর গ্লাস পে গ্লাস। যারে কয় গ্লাসনস্ত। শিশিরের মন্দির শিল্প থেকে অষ্টম রিপু। অষ্টম রিপুর কথা শুনেছেন কোনদিন? আমাদের মান্যবর বন্ধু যেমন মন্দির শিল্পের প্রবক্তা তেমনিই এই অষ্টম রিপুরও। যদি জানতে চান আরো বিশদে, তবে যোগ দিন আমাদের সাথে এই তরল বন্ধুত্বপূর্ণ আড্ডায়।আপনার বেম্মহজ্ঞান হবে, সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। ৬ টার আসরের সমাপ্তি হলো ১০-৩০! তারপর আর কি? জয় চলে গেল তার ভটভটিতে। এস ইউসাল হেল এন্ড হার্টি। আমি আর নির্মাল্য স্বরণ করলুম ওলার। ডরিয়ে মত। কোন বাঁওই আমাদের তলে নিয়ে যেতে পারবে না। ঠিক ভেসে উঠবো। আমাদের খানদান আবার কি? স্রোতের শ্যাওলা। অজেয় অক্ষয়।
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment