করোনার ত্রাস
বনাম
ননীগোপালের রাস
সারা দেশ কেন গোটা জগৎ জুড়েই হইহই।করোনা আর করোনা। কে হবে জয়ী? সেটা আপনারাই দেখুন। আজই ননীগোপালের দলের জনা বিশেক তল্পিতল্পা বেঁধে চললেম উত্তরে দোল খেলতে।
সবরকমের প্রিকশান নিয়ে, যেমন আমাদের ডায়েবেটিক এসোসিয়েশনের সভাপতি সুজিত আসছে ভবানীপুর থেকে গুলি সন্দেশ নিয়ে। গুলি শুনেই বোঝা যাচ্ছে সুজিত হাইলি এটাকিং মুডে আছে। ছোড়েঙ্গে নেহি কিসিকো। ১৫০ পিস কম হবে? আরে গোলাও তো আসবে ভদ্রেশর, চন্নননগর থেকে। সুর্য মোদকের জলভরা। সে কি তার সাইজ। এসব ব্যাপারে অশোক ঢালি ভেরী আনপ্রেডিক্টেবল। নতুন নতুন চমক দেবার জন্যে তৈরি সবসময়। কি কি যে করবে খোদায় মালুম। যেমন যেমন দেখব, ঠিক জানিয়ে দেব আপনাদের।
কোথায় যাচ্ছি বলিনি তো? ভারী সুন্দর জায়গা সে সব। মিরিক, তাবোকোশি আর সাংশের। তার কিছু ছবি থাকছে সঙ্গে। ওখানেই এবারের দোলযাত্রা। তবে ফুলের রঙে রঙীন হবে সবাই। করোনার ভয় আমরা করছিনে। কারন করোনার স্যানিটাইজার বেরিয়ে গেছে। জানেন নিশ্চয়ই। আমাদের সঙ্গেই এনজিপিতে গাড়ীতে উঠবে ক্রেট ক্রেট হুইস্কির বোতল।চীনে নয় সব খাঁটি স্কচ। ভেতর বাইরে সব ধুয়ে দেবে। করোনা তো যাবেই তার সঙ্গে আপনার মনের গোপনে যদি কোন দুঃখ, ব্যর্থ প্রেমের জ্বালা আজও না জুড়িয়ে থাকে, তাও যাবে সাফ হয়ে। সব পুরনো সব মলিনতা মুছে পাবেন তাজগী ভরা সদাবাহার দিলখুশ জিন্দেগী এই বসন্ত উৎসবেই। বসন্ত তো এসেই গেছে। আশেপাশে যত ফুলকুমারীরাই ফুটে উঠুক না কেন। পাণী পীড়নের চেষ্টা থেকে বিরত থাকুন। দুরত্ব রেখেই নমস্কার বিনিময় করুন। আদাব আরজও করতে পারেন। ভালো থাকবেন সবাই। হ্যাপি হোলি। 😍😍😍😇😃😁
No comments:
Post a Comment